Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ August ২০১৫

স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান ছাপানো মুদ্রণযন্ত্রের হস্তান্তর অনুষ্ঠান


প্রকাশন তারিখ : 2015-08-18

বাংলাদেশ জাতীয় জাদুঘর পেল স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান ছাপানো মুদ্রণযন্ত্র। তেজগাঁও বিজি প্রেস প্রাঙ্গণে ১৭ আগস্ট ২০১৫ সোমবার আনুষ্ঠানিকভাবে এ যন্ত্রটির হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আক্‌তারী মমতাজ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন তৎকালীন সময়ের মুদ্রণ কারিগর মোঃ আবু সাঈদ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী ও মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক একেএম মনজুরুল হক।

বাংলাদেশের স্বাতীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর হানাদারমুক্ত হয় বাংলাদেশ। সদ্যস্বাধীন রাষ্ট্রটির জন্য প্রয়োজন হয়ে পড়ে একটি সংবিধান। ১৯৭২ সালে প্রণীত হয় বাংলাদেশের প্রথম সংবিধান। মরহুম একেএম আব্দুর রউফ প্রথম এটি হাতে লিখেন। আর মুদ্রিত হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস)। মহান সংবিধানের অলংকরণ করেন শিল্পাচার্য জয়নুল আবেদীন এবং তাঁর সহকারী হিসেবে কাজ করেন শিল্পী হাশেম খান। এতে সহযোগিতা দেন বিজি প্রেসের প্রাক্তন রীডার মরহুম আমিনুজ্জামান।

প্রথম সংবিধান মুদ্রণে ব্যবহুত যন্ত্রটির নাম Crabtree Double Demy Two Colour, যা আমদানী করা হয় ১৯৫২ সালে এবং এটি মুদ্রণ কাজে ব্যবহৃত হয় ১৯৮৬ সাল পর্যন্ত-দীর্ঘ ৩৫ বছর। মেশিনটির নির্মাতা প্রতিষ্ঠান ছিলো M/S R-HOE & Crabtree Ltd. England। সরবরাহকারী ছিলো M/S Indo Swiss Trading Co. Ltd এবং যার তৎকালীন মূল্য ছিলো চুয়াত্তর হাজার আটশ চল্লিশ টাকা তেতাল্লিশ পয়সা।

১৯৭২ সালে বিজি প্রেসের অফসেট শাখার প্রধান ছিলেন মরহুম মীর আজাহার আলী। তাঁর নেতৃত্বে ১৯৭২ সালের সংবিধান উক্ত মেশিনে ছাপানোর কাজ সমাধা করেন তৎকালীন অফসেট অপারেটর জনাব মোঃ আবু সাঈদ ও মরহুম মোঃ নিরু মিয়া এবং সেই শাখায় কর্মরত মরহুম আব্দুল মজিদ খান।