Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জুন ২০১৬

7th Asia Europe Cultural Ministers Meeting (ASEM CMM7) এ অংশগ্রহণের জন্য সংস্কৃতিমন্ত্রী দক্ষিণ কোরিয়া যাচ্ছেন


প্রকাশন তারিখ : 2016-06-20

আগামী ২২-২৪ জুন ২০১৬ সময়ে দক্ষিণ কোরিয়ার Gwangju Metropolitan City এর Asia Culture Centre এ অনুষ্ঠেয় 7th Asia Europe Cultural Ministers Meeting (ASEM CMM7) এ অংশগ্রহণের জন্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর সেদেশে যাচ্ছেন।

তিনি আজ ২০ জুন সোমবার রাত ১১.৫৫ টায় দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

এ সফরে বাংলা একাডেমির সচিব (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আনোয়ার হোসেন মন্ত্রীর সফরসঙ্গী হবেন।

কোরিয়ার  সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটনমন্ত্রী Kim Jongdeok ঢাকাস্থ কোরিয়ার দূতাবাসের মাধ্যমে এ সম্মেলনে যোগদানের জন্য সংস্কৃতিমন্ত্রীকে আমন্ত্রন জানান।

এশিয়া ও ইউরোপের দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা কার্যক্রম সুদৃঢ় করার জন্য এ সম্মেলন অনুষ্ঠিত  হতে যাচ্ছে। এতে এশিয়া ও  ইউরোপের বিভিন্ন দেশের সংস্কৃতিমন্ত্রীগণ অংশগ্রহণ করবেন।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় 'Culture and Creative Economy'। অতীতের আলোকে বর্তমানকে মূল্যায়ন করে ভবিষ্যতে এশিয়া ও ইউরোপের দেশসমূহের সাংস্কৃতিক সহযোগিতার বন্ধনকে শক্তিশালী করা এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।
 
এ সম্মেলনে Future of Information and Communication Technology (ICT) and the Creative Industries, Cultural Heritage and the Creative Industry এবং International Cooperation for Vitalizing Creative Industries বিষয়ে তিনটি পৃথক কর্মশালা অনুষ্ঠিত হবে এবং অংশগ্রহণকারী এ বিষয়ের ওপর আলোচনা করবেন।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ২৩ জুন ‘Culture and Creative Economy’ বিষয়ে তাঁর বক্তব্য উপস্থাপন করবেন ।

কোরিয়া সফর শেষে মন্ত্রী ২৬ জুন ২০১৬ রবিবার রাত ১০.৪০ টায় দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।