Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd সেপ্টেম্বর ২০১৫

সংস্কৃতিমন্ত্রীর সাথে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত


প্রকাশন তারিখ : 2015-09-22

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর আজ ২২ সেপ্টেম্বর ২০১৫ মঙ্গলবার সকালে সচিবালয়স্থ তাঁর অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত Eduardo de Laiglesia এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। সংস্কৃতি সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে এ সময় আলোচনা করা হয়। সৌজন্য সাক্ষাতে সংস্কৃতিমন্ত্রী বলেন, সংস্কৃতি সংশ্লিষ্ট বিষয় নিয়ে বাংলাদেশ এশিয়া ও ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। ইউরোপের ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালী ও নেদারল্যান্ডের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক যোগাযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, স্পেনের সাথেও আমরা সংস্কৃতি ও এর  বিনিময় নিয়ে বিস্তৃত পরিসরে কাজ করতে চাই। আসাদুজ্জামান নূর বলেন, স্পেনের সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্য অনেক সমৃদ্ধ। আমাদেরও রয়েছে গর্ব করার মতো বৈচিত্র্যময় সংস্কৃতি। দু’দেশের সংস্কৃতির বিনিময় আমাদের বন্ধনকে আরও দৃঢ় করতে পারে। তিনি সৌজন্য সাক্ষাতে দু’দেশের সাহিত্যকর্মকে পরস্পরের ভাষায় অনুবাদ করার ব্যাপারে গুরুত্বারোপ করেন। 

তিনি বলেন, দু’দেশের আগ্রহের প্রেক্ষিতে সাংস্কৃতিক চুক্তির ব্যাপারে এ মন্ত্রণালয় থেকে ২০১৪ সালে একটি প্রস্তাব স্পেনের কাছে পাঠানো হয়েছে। আমরা এখনও সে দেশের কাছ থেকে কোন মতামত বা ফলাফল পাইনি। অচিরেই তাদের সম্মতি পাওয়ার ব্যাপারে তিনি রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন। স্পেনে মুসলিম সভ্যতার নিদর্শনের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন,  তার দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ঐতিহ্যবাহী ও প্রাচীন। অন্যদিকে বাংলাদেশেরও রয়েছে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। দু’দেশের সংস্কৃতির বিনিময় এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এটিকে এগিয়ে নেয়ার জন্য বাংলাদেশ থেকে স্পেনের সাথে সাংস্কৃতিক চুক্তির ব্যাপারে যে প্রস্তাব দেয়া হয়েছে সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে তিনি মন্ত্রীকে আশ্বস্ত করেন।