Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ জুন ২০১৭

UNESCO এর ‘6th Upcoming Ordinary Session of the Conference of the Parties’ এ সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ নির্বাচিত


প্রকাশন তারিখ : 2017-06-04

UNESCO সদর দপ্তর প্যারিসে আগামী ১২-১৫ জুন ২০১৭ সময়ে অনুষ্ঠেয় ‘6th Upcoming Sesstion of the Conference of Parties  to the Convention on the Protection and Promotion of the Diversity of Cultural Expressions’এ সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। UNESCO সদর দপ্তর প্যারিস হতে গতকাল এক ই-মেইল বার্তায় এ বিষয়টি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
ই-মেইল বার্তায় বলা হয়েছে-The Asia Pacific electoral group has unanimously decided that Bangladesh will chair the ‘6th Ordinary Session of the Conference of the Parties for the Convention on the Protection and Promotion of the Diversity of Cultural Expressions’ to be held in UNESCO Headquarters in Paris from 12 to 15 June 2017.

এই প্রথম ইউনেস্কোর কোন Conference of Parties এ বাংলাদেশ সভাপতি হিসেবে নির্বাচিত হলো। এশিয়া  প্যাসিফিক অঞ্চলের ৪৪টি দেশের প্রতিনিধিগণ সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে এ পদের জন্য নির্বাচিত করেছেন। এটি আমাদের জন্য এক বড় অর্জন যা আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে।
অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করার জন্য UNESCO এর পক্ষ থেকে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে আমন্ত্রণ জানানো হয়েছে। মূল কনফারেন্সটি ১২-১৫ জুন প্যারিসে অনুষ্ঠিত হবে। তবে এ বিষয়ে প্রস্তুতিমূলক সভা ও আনুষঙ্গিক কার্যক্রম ৮ জুন থেকেই শুরু হবে।
মূল কনফারেন্সে সভাপতিত্ব এবং প্রস্তুতিমূলক সভা ও আনুষঙ্গিক কার্যক্রমে অংশ নিতে সংস্কৃতিমন্ত্রী ৮-১৬ জুন ২০১৭ সময়ে প্যারিস সফর করবেন।
উল্লেখ্য, বিভিন্ন দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা ও এর উন্নয়নে  UNESCO  পরিচালিত ১৪৫টি গ্রুপ/কমিটি (Parties) পৃথিবীব্যাপী কাজ করে। তাঁরা প্রতি দু’বছর পরপর জুনে সাধারণ অধিবেশনে (Ordinary Session) মিলিত হন।