Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জুলাই ২০১৫

সংস্কৃতিমন্ত্রীর আরমেনিয়া সফর


প্রকাশন তারিখ : 2015-07-09

‘Cultural Policy, Policy for Culture: The Role of Culture in Sustainable Development in Post-2015 Agenda’শীর্ষক ৩য়আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর আরমেনিয়া যাচ্ছেন।

আরমেনিয়া সরকারের সংস্কৃতিমন্ত্রী Hasmik Poghosyan এর আমন্ত্রণে ১০-১৪ জুলাই ২০১৫ সময়ে দেশটির রাজধানী ইরেভানে (Yerevan)অনুষ্ঠেয় এ সম্মেলনে যোগ দিতে তিনি আজ ৯ জুলাই বৃহস্পতিবার রাত ৯.৩০ টায় আরমেনিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। তাঁর সফরসঙ্গীহিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংস্কৃতি উপদেষ্টা (উপসচিব) মোঃ মফিদুর রহমান ।

ইউনেস্কোর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরমেনিয়ার স্থানীয় ইউনেস্কো জাতীয় কমিশনের সহযোগিতায় আরমেনিয়া সরকারের সংস্কৃতিমন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন জাতির সাংস্কৃতিক ঐতিহ্যসংরক্ষণ, সশস্ত্র সংঘাতের প্রেক্ষাপটে জাতীয় ও সংখ্যালঘুদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস প্রতিরোধ, সাংস্কৃতিক সম্পত্তিসংরক্ষণের সমস্যাদি বিষয়ে আলোচনা হবে। বিশ্বায়নের যুগে বিশ্বের বিভিন্ন দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সাদৃশ্য সন্ধান ও বিভিন্ন সংস্কৃতির মধ্যেনিবিড় যোগসূত্র গড়ে তোলাও উল্লিখিত সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।

এ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ১৩ “The Future of Culture, Culture of Future” বিষয়ে বক্তব্য উপস্থান করবেন। সম্মেলনেবাংলাদেশসহ আরমেনিয়া, মালদোভা, কাতার, পোল্যান্ড, জর্জিয়া, বেলারুশ, কম্বোডিয়া, আফগানিস্থান, শ্রীলংকা, বুলগেরিয়া, ভিয়েতনাম,মালয়েশিয়া, তাজিকিস্থান, রোমানিয়া, রাশিয়া ও কাজাখস্থানের সংস্কৃতিমন্ত্রীগণ অংশগ্রহণ করবেন। এছাড়া এখানে গবেষকসহ পৃথিবীর বিভিন্নবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ  উপস্থিত থাকবেন।